কল আছে জল নেই - ভোট বয়কটের পথে এলাকাবাসী

2nd March 2021 1:25 pm বাঁকুড়া
কল আছে জল নেই - ভোট বয়কটের পথে এলাকাবাসী


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : 'কল আছে, জল নাই'। এবার তাই পানীয় জলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার ৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের নবোদয় পল্লীর বাসিন্দারা। তাদের অভিযোগ, পাড়ার পানীয় জলের একমাত্র উৎস টিউবওয়েলটি দীর্ঘদিন অচল। বার বার পৌরসভায় ঐ এলাকায় একটি সাবমার্শিবেল তৈরীর দাবী জানালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। এই অবস্থায় ঐ এলাকার ২০০ টি পরিবার ভোটবয়কটের ডাক দিয়েছেন বলে জানান।
   
আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিষ্ণুপুরের রাজনৈতিক আবহাওয়া। প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন, মুখ্যমন্ত্রী বলেন ১০০ শতাংশ কাজ হয়েছে। কি কাজ হয়েছে তা তৃণমূল স্তরে মজর রাখলেই বোঝা যাবে। রাজ্য ওশম কেন্দ্রে কাটমানি ও পুঁজিপতিদের সরকার চলছে বলে তিনি দাবি করেন। 

তৃণমূল নেতা ও বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী  তাঁর পূর্বসূরীদের দোষারোপ করে বলেন, ওনারা কাজ করেননি। আমরা আড়াই থেকে তিন মাস দায়িত্ব পেয়েছি।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।